শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ জুন ২০২৩, ০০:০০

বিভাগীয় শান্তি সমাবেশ সফল করতে শাহরাস্তিতে যুবলীগের প্রস্তুতি সভা
শাহরাস্তি ব্যুরো ॥

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে শাহরাস্তি উপজেলা ও পৌর যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন শনিবার বিকেলে উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ওমর ফারুক দর্জির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোঃ সোলাইমান মিয়া জীবন।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবিরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান কালু ভূঁইয়া। বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবর, আবু পাটোয়ারী, সদস্য বাদল নন্দী, অরূপ কর্মকার, ঝন্টু দাস প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন পৌর যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম বাবুল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুষার চৌধুরী রাসেল।

অতিথিগণ তাদের বক্তব্যে আগামী ১৪ জুন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে নির্দেশনামূলক বক্তব্য দেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে নৌকা প্রতীককে বিজয় করতে উপজেলা ও পৌর যুবলীগের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়