প্রকাশ : ১১ জুন ২০২৩, ০০:০০
![নৌকার বিজয়ে ঐক্যের বিকল্প নেই](/assets/news_photos/2023/06/11/image-34165.jpg)
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সকল স্তরের আওয়ামী লীগ ও সকল সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান, আসুন! আমরা দেশরত্ন শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী আরিফ উল্লাহ সরকারকে বিজয়ী করি। নৌকার বিজয়ে ঐক্যের বিকল্প নেই। আমরা আমাদের সকল সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগের মেয়র নির্বাচন নিশ্চিত করি।
শনিবার মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (এসি মিজান) তাঁর ফেসবুক পেজে এই আহ্বান জানান।
তিনি আরো লিখেন, সাবেক ছাত্রনেতা ও পৌরসভার আওয়ামী লীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা এবং সাবেক ছাত্রনেতা ও পৌরসভার আওয়ামী লীগ নেতা অ্যাডঃ মহসিন মিয়া মানিককে আন্তরিক ধন্যবাদ, ওরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে সহযোগিতার মনোভাব প্রকাশ করায়। দলের আদর্শের কর্মীরা বিক্রি হয় না। আসুন পৌরসভার নির্বাচনের কর্মকাণ্ড শুরু করি।
তাঁর এ পোস্টের ব্যাপক আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজে। বিভিন্নজন লিখেন, ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লায়ন আরিফ উল্যাহ সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়লাভ করাতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শাসমুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুলসহ তাঁদের সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।