প্রকাশ : ১০ জুন ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার নয়া কমিটির পরিচিতি সভা](/assets/news_photos/2023/06/10/image-34134.jpg)
বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর মেলার ফরিদগঞ্জ উপজেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯জুন) বিকেলে ফরিদগঞ্জ পৌর সদরে উপজেলা কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন নিশানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ শতফুল খেলাঘর আসরের পরিচালক মোঃ রাব্বি, বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর মেলার ফরিদগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি অমর ফারুক রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সদস্য কামরুল হোসেন প্রমুখ।
এর আগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক রোববার চাঁদপুর জেলা কমিটির সভাপতি অ্যাডঃ মোঃ বদিউজ্জামান কিরণ ও সাধারণ সম্পাদক অ্যাডঃ আমির উদ্দিন মন্টু আগামী ২ বছরের জন্য ৩৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন।