শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ জুন ২০২৩, ০০:০০

চাঁদপুর জেলা খেলাফত যুব মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওঃ মুহাম্মদ মামুনুল হকসহ ওলামায়ে কেরামদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বায়তুল আমিন জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ হাবিবুর রহমান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আল্লামা মামুনুল হকসহ ওলামায়ে কেরাম যখন দেশের কথা বলে তখনই তাদেরকে এ সরকার জেলে বন্দী করে রাখছে। ৪০টি মিথ্যা মামলা দিয়ে খেলাফত মজলিশের মহাসচিব মাওঃ মামুনুল হককে আড়াই বছর ধরে কারাগারে বন্দী রাখা হয়েছে। ঈদুল আযহার পূর্বে যদি তাদের মুক্তি দেয়া না হয় তাহলে আমরা দেখবো আপনারা কতদিন ক্ষমতায় থাকেন। প্রয়োজনে আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

বক্তারা আরো বলেন, দেশের ২০ কোটি মানুষ টাকার বিনিময়ে বিদ্যুৎ ব্যবহার করে। তাহলে বিদ্যুতের টাকা কোথায় যাচ্ছে। আমরা বৈধভাবে টাকা রোজগার করে চলি। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেনো। বিশ্বের অন্যদেশে চিনির মূল্য ৮৮ টাকা তখন আমাদের স্বাধীন দেশে চিনির মূল্য ১৫০ টাকা!

বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ নিয়ামত হোসাইনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক ক্বারী শাহাদাত হোসাইনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওঃ ফজলুল করিম, সমাজকল্যাণ সম্পাদক মাওঃ মুজাম্মেল হক মিয়াজী, খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার সহ-সাধারণ সম্পাদক আশেক এলাহী, খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলার সহ-সভাপতি হাফেজ মাওঃ তারেক হাসান, সাংগঠনিক সম্পাদক মুফতী নূরে আলম, অর্থ সম্পাদক হাফেজ মোজাম্মেল হোসেন, আমেলার সদস্য হাফেজ মাওঃ রহমতুল্লাহ, মাওঃ শরিফুল ইসলামসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়