শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ জুন ২০২৩, ০০:০০

ঐক্যবদ্ধ না হলে বিজয় অসম্ভব
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (এসি মিজান) বলেছেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার। বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে। দলীয় নেতা-কর্মীদের মাঝে মান-অভিমান থাকলে তা ভুলে গিয়ে দলের ও উন্নয়নের স্বার্থে এক হয়ে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে। দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে বিজয় অসম্ভব।

শুক্রবার (৯ জুন) বিকেলে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী আইডিয়েল একাডেমি মাঠে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা ও শান্তি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেল, রূপপুর পরমানু বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বিনামূল্যে বই বিতরণ, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতা, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক, গৃহহীনদের গৃহদান, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়া আওয়ামী লীগেরই অবদান।

তিনি বলেন, আজকে যে শান্তি সমাবেশ এটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টারই অংশ। কারণ, চিহ্নিত একটি অপশক্তি নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে চায়। আওয়ামী লীগ দেশের জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপচেষ্টাকে প্রতিহত করবে। আমরা শান্তি বজায় রেখে উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবো। দেশকে স্মার্ট বাংলাদেশ করতে পারি, সেই লক্ষ্যে আওয়ামী লীগকে এক হতে হবে। আমরা মাঠে আছি এবং থাকব।

আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক ভূঁইয়ার সভাপতিত্বে ও ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য আতিকুল ইসলাম শিমুল, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্লা দর্জি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ফয়সাল ভূঁইয়া, বাগানবাড়ি ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রওশন আলী সরকার ও মতলব ডিগ্রি কলেজের সাবেক ছাত্র নেতা হুমায়ুন কবির। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুবায়ের বাবু, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ রাজিব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ অপুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়