শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০০:০০

চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের উপ-নির্বাচন ঘিরে শঙ্কা
ফরিদগঞ্জ ব্যুরো ॥

আগামী ১২ জুন ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহম্মেদ ওমরাহ হজ করতে গিয়ে গত ৬ এপ্রিল মৃত্যুবরণ করলে এই আসনটি শূন্য হয়। শূন্য হওয়া আসনে নির্বাচনের জন্য মোট ৪ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। এরা হলেন মরহুম ইউপি সদস্য আলী আহমেদের ছেলে বোরহান বেপারী (প্রতীক ফুটবল), আমির বেপারী (টিউবওয়েল), দেলোয়ার হোসেন খন্দকার (মোরগ) ও জয়নাল আবেদীন (আপেল)। পূর্ব আলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ওয়ার্ডের পুরুষ ও নারী ২৯৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখিত আলোনিয়া কেন্দ্রটি ফরিদগঞ্জ, রায়পুর, রামগঞ্জ ও হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকার কাছাকাছি হওয়ায় অধিকাংশ সময় নির্বাচনী সময়ে বহিরাগতদের প্রভাব বিস্তারের আশঙ্কা থাকে। এদিকে ইতিপূর্বের অধিকাংশ অনুষ্ঠিত নির্বাচনে সহিংসতা হওয়ার কারণে ১২ জুন রোববারের নির্বাচনেও সাধারণ ভোটাররা সহিংসতা ও ভোট কেন্দ্র দখলের আশঙ্কা করছেন। যদিও প্রশাসন ইতিমধ্যেই নির্বাচনের আইনশৃংখলা রক্ষায় পুলিশী টহল অব্যাহত রেখেছে। এছাড়া নির্বাচনের দিন র‌্যাব, বিজিবি ও পুলিশ মোতায়েন থাকবে বলে আশ্বস্ত করেছেন।

স্থানীয় লোকজন জানায়, এমনিতেই মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধের কারণে পুরো ইউনিয়নটিতে তুলনামূলক অপরাধের মাত্রা বেশি। ফলে নির্বাচনে নিজেদের দিকে ফলাফল নেয়ার জন্য বড় ধরনের ঘটনাও ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুননেছা জানান, নির্বাচনে পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ১২ জুন র‌্যাব, বিজিবি ও পুলিশ সার্বক্ষণিক মোতায়েন থাকবে। যে কোনো প্রয়োজনে আমরা কঠোর ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত রয়েছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়