প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০০:০০
![ক্রীড়াক্ষেত্রে জাতিকে নেতৃত্ব দিতে উঠে আসছে আমাদের তরুণ ও যুব সমাজ](/assets/news_photos/2023/06/09/image-34089.jpg)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ৮ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলার রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এ সময় তিনি বলেন, যুব সমাজকে ক্রীড়ামুখী রাখার মধ্য দিয়ে বর্তমান সরকার মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে চায়। আজ শুধু পড়ালেখা করে চিকিৎসক, প্রকৌশলী বা অন্য পেশাজীবী হওয়া কোনো শিক্ষার্থীর লক্ষ্য থাকে না। ক্রীড়াক্ষেত্রে নিজেকে এবং জাতিকে নেতৃত্ব দিতেও উঠে আসছে আমাদের তরুণ ও যুব সমাজ। একজন মাশরাফি, সাকিব আল হাসান বা আমাদের ফরিদগঞ্জের কৃতী সন্তান রেজাউল রেজা, রাফির মতো জাতীয় দলে প্রতিনিধিত্ব করে ফরিদগঞ্জের সুনাম বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি। তাই সরকার প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। আশা করছি আপনারা সকল দল শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্য ধরে রাখবেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও টুর্নামেন্ট কমিটির সভাপতি ইউএনও তাসলিমুন নেছার সভাপতিত্বে এবং ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, ওসি আঃ মান্নান, উপজেলা প্রকৌশলী আবরার আহম্মদ, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান পরান, পৌর কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ইউপি চেয়ারম্যান এইচএম হারুনুর রশীদ, শাহাজাহান পাটওয়ারী, বেলায়েত হোসেন, শেখ মোহাম্মদ শাহআলম, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খান, বিভিন্ন ইউপির নির্বাহী কর্মকর্তাগণ, রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন ও রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন ।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ভেন্যু প্রধান ও রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কাউছারুল আলম কামরুল বক্তব্য রাখেন।
উদ্বোধনী খেলায় রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলে সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে।