প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০০:০০
![সস্ত্রীক হজ্বে গেলেন রোটাঃ সাখাওয়াত হোসেন শাকিল](/assets/news_photos/2023/06/04/image-33870.jpg)
পবিত্র হজ্ব পালনের জন্যে সস্ত্রীক সৌদি আরবে গেছেন চাঁদপুরের বিশিষ্ট শিল্পপতি ও চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটাঃ মোঃ সাখাওয়াত হোসেন শাকিল। সাথে তাঁর শাশুড়ি মরহুম দেলোয়ার হোসেন মনোহর সাহেবের স্ত্রীও হজ্বে গেছেন। ২৮ মে তারা হজ্ব ক্যাম্প থেকে সৌদী আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সাখাওয়াত হোসেন শাকিলের প্রধান ব্যবসায়িক প্রতিষ্ঠান পুরাণবাজার পূবালী কোল্ড স্টোরেজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
এ উপলক্ষে সবার কাছে দোয়া কামনা করে শাকিল বলেছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ও স্ত্রী এবং শাশুড়ি পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে মক্কা মদিনায় অবস্থান করছি। সুস্থ শরীরে যাতে পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সবার মাঝে আবার ফেরত আসতে পারি সেজন্যে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমিও আপনাদের সবার জন্যে দোয়া করবো ইনশাআল্লাহ।
শাকিল বলেন, সময়ের সল্পতার কারণে সবাইকে বলতে পারি নি, এজন্যে আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি।