প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০০:০০
![সোনালী বস্ত্রালয়ের স্বত্বাধিকারী উৎপল রায়ের পরলোকগমন](/assets/news_photos/2023/06/04/image-33866.jpg)
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান সোনালী বস্ত্রালয়ের স্বত্বাধিকারী উৎপল কুমার রায় (৬০) আর বেঁচে নেই। তিনি ৩ জুন শনিবার ঢাকাস্থ সোহরাওয়ার্দী হাসপাতালে বিকেল সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (দিব্যান লোকান স গচ্ছতু)। এদিন রাত সাড়ে ১০টায় চাঁদপুর শহরস্থ গাঙ্গুলি পাড়ার নিজ বাসভবনে নিয়ে আসা হয়। তার মৃত্যু সংবাদ শুনে তাকে শেষবারের মত এক নজর দেখার জন্য আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহীরা তার বাসভবনে ছুটে আসেন। এ সময় অনেককেই কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। অবিবাহিত চির কুমার উৎপল কুমার রায় ছিলেন একজন নীরব সমাজকর্মী। ভাই-বোনদের মধ্যে সে ছিল দ্বিতীয়। তার মৃত্যুতে তার ছোট ভাই অমিত কুমার রায়, প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনায় জাতি, ধর্ম, নির্বিশেষ সকলের কাছে আশীর্বাদ কামনা করেন, যাতে সে স্বর্গবাসী হন। এদিনই চাঁদপুর মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার শেষকৃত্য অনুষ্ঠানে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ পূর্বক, শোকার্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সস্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী পিপি, চাঁদপুর সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, বিশিষ্ট সংগঠক সঞ্জীত কুমার পোদ্দারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।