প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:০০
![কোথাও স্বস্তি নেই](/assets/news_photos/2023/06/03/image-33820.jpg)
প্রচণ্ড দাবদাহ, সকলেই অতিষ্ঠ গরমে, কোথাও নেই স্বস্তি, কোথাও মিলছে না স্বস্তির হাওয়া। তার মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে বিদ্যুতের লুকোচুরি। বিদ্যুৎ এই আছে তো এই নেই। বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাম, গঞ্জ, শহর। লোডশেডিং দেখা দিলেই প্রচণ্ড গরম থেকে সামান্য স্বস্তি পেতে বেরিয়ে আসেন ঘরের বাইরে। তেমনই চিত্র চোখে পড়েছে গতকাল পড়ন্ত বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে। লোডশেডিংয়ের কারণে প্রচণ্ড গরম সইতে না পেরে রাস্তায় শিল্পকলার সম্মুুখ স্থানে এসে দাঁড়িয়েছেন শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণার্থীগণ। ছবি ও প্রতিবেদন : বিমল চৌধুরী।