শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ জুন ২০২৩, ০০:০০

শিশুদের ক্রীড়া ও জ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতে হবে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ২০২২ সালে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৩১ মে) প্রতিষ্ঠানের হলরুমে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নূরুন্নবী নোমানের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি বলেন, শিক্ষার্থীদের তাদের লেখাপড়ায় উৎসাহিত করতে বৃত্তি প্রদান এবং সংবর্ধনা প্রদান করা ভালো। কিন্তু আমাদের এর বাইরে থাকা শিক্ষার্থীদের ভবিষ্যতে এগিয়ে যাওয়াদের সাথে তাল মিলিয়ে যাতে চলতে পারে সে দিকেও বিশেষ দৃষ্টি দিতে হবে। কারণ, আগামীর স্মার্ট বাংলাদেশের জন্য আমাদের স্মার্ট লোক প্রয়োজন। যারা তথ্য প্রযুক্তিসহ বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের এবং বাংলাদেশকে এগিয়ে নিতে সক্ষম হবে। একই সাথে আমরা যারা অভিভাবক রয়েছি, তাদের অনেক দায়িত্ব রয়েছে। মুঠোফোনে শিক্ষার্থীদের আসক্তি থেকে মুক্ত করতে হবে। শিশুদের ক্রীড়াচর্চা ও মেধা বিকাশে জ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতে হবে।

প্রতিষ্ঠাতা পরিচালক মামুন হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী প্রমুখ। আলোচনা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার তুলে দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়