প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ০০:০০
করোনার গণটিকার প্রথম ডোজ স্বাস্থ্যবিধি মেনে শেষ করেছেন ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোঃ শফিকুর রহমান পাটোয়ারী। শনিবার সকাল ৯টা হতে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে বিকেল পর্যন্ত মোট ৩টি বুথের মাধ্যমে ৬শ’ টিকার কার্যক্রম শেষ করেন। তাকে সহযোগিতা করেন ১নং বালিথুবা ইউনিয়ন পরিবার পরিকল্পনার পরিদর্শক জোবায়ের হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গায়ত্রী চক্রবর্তী, পরিবার কল্যাণ সহকারী ও স্বাস্থ্য সহকারী এবং পুলিশ, আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশসহ স্বেচ্ছাসেবক কর্মী।