সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩, ০০:০০

ঈদের পরদিন ফরিদগঞ্জ এআর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ঈদ পুনর্মিলনী
ফরিদগঞ্জ ব্যুরো ॥

পবিত্র ঈদ উল ফিতরের পরদিন ফরিদগঞ্জ উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা ইতিমধ্যেই পুনর্মিলনী উৎসবের রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করেছেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ফারিসার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি বাস্তবায়নে বৃহস্পতিবার ১৩ এপ্রিল এক সভা অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব প্রাক্তন শিক্ষার্থী ও বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, সদস্য ফরিদ আহমেদ রিপন, মামুনুর রশিদ পাঠান, প্রবীর চক্রবর্তী, নুরুন্নবী নোমান, কামরুল হাসান সাউদ, প্রকৌশলী আল আমিন, জিল্লুর রহমান দিপু, মাহমুদুল হাসান টিটু, পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, জিয়াউর রহমান, আনোয়ার হোসেন সজিব, শরীফুল ইসলাম ও শামীম হাসান । সভার সিদ্ধান্ত মতে ঈদের পরদিন সকাল ৯টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা চলবে। এর মধ্যে রেজিস্ট্রেশন শেষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, শিক্ষক সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, প্রাক্তন শিক্ষার্থীদের গল্প বলা এবং র‌্যাফেল ড্র রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব নূরুল আমিন উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়