প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩, ০০:০০
![অধিক দামেই বিক্রি হয়েছে পাচনের তরকারি](/assets/news_photos/2023/04/14/image-31904.jpg)
সনাতন ধর্মাবলম্বীদের চৈত্র সংক্রান্তির ধারাবাহিক ঐতিহ্য ধরে রাখার জন্য প্রতি বছরের ন্যায় এই বছরও পাচনের তরকারি রান্নার জন্য সংগ্রহ করেছেন খাগড়া, বন আইট্টা, ডুমুর, আইলকা, কাঁচা কাঠালসহ বিভিন্ন প্রকারের সবজি, যা দামের দিক থেকে ছিল আকাশচুম্বী। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, সকল প্রকার শাকসবজি দিয়ে তৈরি করা তরকারি (পাচন) খেলে শারীরিকভাবে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং শরীর ও স্বাস্থ্য ভালো থাকে। তারা তাদের সেই বিশ্বাস অক্ষুণ্ন রাখতে এ বছরেও অধিক দামে সকল প্রকার শাক সবজি কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এদিন অনেক মুসলমান বাঙালিকেও দেখা যায় এ সকল শাকসবজি কেনার জন্য দাঁড়িয়ে থাকতে। ছবিটি চাঁদপুর শহরের পালবাজার এলাকা থেকে তোলা। ছবি ও প্রতিবেদন : কাজী আজিজুল হাকিম নাহিন।