সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩, ০০:০০

যাত্রীর অতর্কিত হামলায় বোগদাদ বাসের চালক আহত
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর-কুমিল্লা রোডে চলাচলকারী একমাত্র বাস সার্ভিস বোগদাদের চালকের ওপর অতর্কিত হামলায় মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ১১ এপ্রিল সন্ধ্যায়।

আহত বাস চালক জানান, প্রতিদিনের ন্যায় কুমিল্লা স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে যথারীতি চাঁদপুরের উদ্দেশ্য রওনা করেন। পথিমধ্যে বাসে থাকা চাঁদপুরের টেকনিক্যাল এলাকার এক যাত্রীর সাথে বোগদাদ বাসের চালক ও স্টাফের তুচ্ছ ঘটনায় তর্ক বাধে। এ ঘটনার রেশ ধরে ওই যাত্রী বাসে বসেই স্থানীয় লোকজন ও তার স্বজনদের টেকনিক্যাল এলাকায় অবস্থান নিতে বলেন। বাসটি যথারীতি টেকনিক্যাল এলাকায় পৌঁছামাত্র ওই যাত্রী বাস চালককে বাস থামাতে বলেন। বাস থামানো মাত্র যাত্রীর স্বজনরা বাস চালক ও হেল্পারের ওপর অতর্কিত হামলা চালিয়ে চালক অপু (পিতা-আমজাদ হোসেন, সাং হযরত পাড়া, কুমিল্লা সদর)কে মারাত্মক আহত করে।

তাৎক্ষণিক ঘটনার খবর চাঁদপুর পৌর বাস টার্মিনালে পৌঁছলে বাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কিছু সময় সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয়া হয়।

এদিকে ঘটনার সাথে সাথে আহত বাস চালককে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত বাসচালক চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর শুনে চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেঃজিঃ নং- ১১২০)-এর নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা আহত বাস চালককে দেখতে রাতেই হাসপাতালে ছুটে যান এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে বা ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান। শ্রমিক নেতৃবৃন্দ তাৎক্ষণিক উক্ত বাস চালকের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়