প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩, ০০:০০
![চাঁদপুর রোটারী ক্লাবের সনদপ্রাপ্তির ৫০ বছর উদযাপন](/assets/news_photos/2023/04/13/image-31865.jpg)
বাংলাদেশে ৭ম রোটারী ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী চাঁদপুর রোটারী ক্লাবের সনদপ্রাপ্তির ৫০ বছর উদযাপন করা হয়েছে। গতকাল ১২ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নূরুর রহমান কনফারেন্স হলে কেক কেটে এমন উদযাপন করেন ক্লাব সদস্যরা।
ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদারের সভাপতিত্বে এবং ক্লাব সচিব রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি রোটাঃ তমাল কুমার ঘোষ, রোটাঃ কাজী শাহাদাত, রোটাঃ নাছির উদ্দিন খান ও রোটাঃ শেখ মঞ্জুরুল কাদের সোহেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি (ইলেক্ট) রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, সহ-সভাপতি রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম, সেক্রেটারী (ইলেক্ট) রোটাঃ উজ্জ্বল হোসাইন, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ মাহাবুবুর রহমান সুমন, মোঃ রফিকুল ইসলাম, ট্রেজারার রোটাঃ গোপাল চন্দ্র সাহা, ডিরেক্টর (ক্লাব সার্ভিস) রোটাঃ শাহানা ইসলাম, সদস্য রোটাঃ ফয়েজ আহমেদ, রোটাঃ অ্যাডঃ ভাস্কর দাস প্রমুখ।