প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩, ০০:০০
![শিক্ষামন্ত্রী নিজে কাঁদলেন সবাইকে কাঁদালেন](/assets/news_photos/2023/04/13/image-31864.jpg)
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি গত সোমবার চাঁদপুর সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের সাথে ইফতার করেছেন। এই ইফতার অনুষ্ঠানে এক এতিম শিশুর গজল পরিবেশনায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা পর্ব এবং দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে এক শিশু ‘আমরা এতিম হয়ে কাঁদি না কেনো তোমরা বলতে পারো’ শিরোনামে একটি গজল পরিবেশ করে। মায়াবি কণ্ঠে তার পরিবেশনাটি ছিল খুবই হৃদয়গ্রাহী। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির উপস্থিতিতে গজলটি পরিবেশন করা হয়। মন্ত্রী শিশুটির মায়াবি কণ্ঠে গাওয়া গজলটি মনোযোগ সহকারে শুনেন। মন্ত্রী নিজেকে আর ধরে রাখতে পারলেন না। গজলটি শুরুর কিছুক্ষণ পর দেখা গেলো মন্ত্রী তাঁর কাপড়ের আঁচল দিয়ে নিজের চোখ মুছছেন। তিনি কাঁদতে থাকেন কচি কণ্ঠে গাওয়া গজলটি শুনে। মন্ত্রীর কান্না দেখে উপস্থিত কেউই তখন চোখের পানি ধরে রাখতে পারেন নি। সকলকে চোখ মুছতে দেখা যায়। সেখানে তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষামন্ত্রী সে সময় এক শিশুকে জড়িয়ে ধরে পরম মমতায় আদর করেন। চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।