প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জে সম্পত্তি রক্ষায় রিসিভার নিয়োগ করেও ভয়ভীতিতে দিন কাটছে হান্নানের](/assets/news_photos/2023/04/11/image-31791.jpg)
খরিদ সূত্রে এবং পৈত্রিক সূত্রে সম্পত্তির মালিক হয়েও জবরদখলকারীদের কাছে ব্যর্থ হয়ে আদালতে মামলা দায়ের করে এবং সম্পত্তি বুঝে নেয়ার জন্যে রিসিভার নিয়োগ করেও জবরদখলকারীদের হুমকি-ধমকির কারণে ভয়ভীতির মধ্যে দিন কাটছে আব্দুল হান্নানের। অভিযোগের আলোকে ৭নং পাইকপাড়া ইউনিয়নের উপাধিক তপাদার বাড়িতে গেলে অভিযোগকারী আব্দুল হান্নান বলেন, ক্রয় এবং পৈত্রিক সূত্রে সাবেক ২০৩ হালে ৩০নং উপাদিক মৌজার সিএস ৫৪ নং এস এ ৪১ খতিয়ানে সিএস/এসএ ৩২৩, ৩২৪, ৩২৫ ও ৩২৬ হাল বিএস ৬০৮ দাগে মোট .৫৩ একরের অন্দরে তার মোট .০৪ একর ভূমি। যার উত্তরে প্রার্থীর নিজ বাড়ির পথ, দক্ষিণে প্রার্থীর নিজ, পশ্চিমে প্রার্থীর নিজ বাড়ির অন্দরের সম্পত্তি, পূর্বে ৬০৯/৬১০ দাগের ভূমি এবং ৩০নং উপাদিক মৌজার সিএস ৫৪ নং এসএ ৪১নং খতিয়ানে সাবেক ৩১৯ হাল বিএস ৬১১ দাগে মোট .৬৯ একরের অন্দরে মোট .১৬৫০ একর ভূমি পুকুর ও পুকুরের পশ্চিম উত্তর পাশ। যার উত্তরে ৬০৮ বিএস দাগ (ঘাটা), দক্ষিণে ৬১২ বিএস দাগ (কবরস্থান), পূর্বে ৬১০ ও ৬১৩ দাগের ভূমি বাগান, পশ্চিমে প্রার্থীর নিজ বসত ঘর। এছাড়া একই মৌজার সিএস ৫৪নং এসএ ৪১নং খতিয়ানে সাবেক সিএস/এসএ ৩১৫ দাগ হাল বিএস ৫৯৫ দাগের মোট .২৪ একরের অন্দরে .০৮ একর ভূমি, যাহার চৌহুদ্দি উত্তরে ৫৯৪ বিএস দাগে বাগান, দক্ষিণে বাড়ির এজমালি পথ, পূর্বে নালভূমি, পশ্চিমে বাগান।
আব্দুল হান্নান বলেন, উপরে উল্লেখিত ওইসব সম্পত্তির মধ্যে তিনি ক্রয় সূত্রে এবং পৈত্রিক সূত্রে মালিক হন। কিন্তু বিরোধীপক্ষ মোঃ জাফর আহমদ অরফে বাচ্চু তপাদার গং (সর্বসাং উপাধিক) এবং মোঃ জাহাঙ্গীর আলম পাটোয়ারী গং এলাকার অর্থ ও বিত্তবান লোক এবং এলাকার জবরদখলকারী। যার কারণে নিজের সম্পত্তি ঠিকমত নিজের দখলে রাখতে পারছিলেন না। সে কারণে তিনি বিজ্ঞ আদালতে সুবিচার প্রার্থনা করে একটি মামলা দায়ের করেন। যার নং ১৪২২/২০২২ এবং রিসিভারের আদেশ নং ০৪, তারিখ ০৯-০৩-২০২৩, স্মারক নং ৫৫৩। আব্দুল হান্নান বলেন, এসব করেও তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, তার মামলার সাক্ষীদেরকে বিরোধীপক্ষ বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর কারণে সাক্ষীরা এখন তার পক্ষে সঠিক সাক্ষ্য দিতে অপারগতা প্রকাশ করছেন। তিনি তার একলা বাড়িতে দিনাতিপাত করতে ভয় ভীতির মধ্যে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি বলেন, হান্নান তপাদারের অভিযোগ এবং বিচার প্রার্থী সঠিক আছে। কিন্তু তার শক্তি ও আর্থিক সামর্থ্য নাই। যার কারণে তার ক্রয়কৃত সম্পত্তি ও পৈত্রিক সম্পত্তির সঠিক তদারকি করতে পারছেন না। আমরা হান্নান তপাদারের জন্য আদালতের সঠিক সিদ্ধান্ত কামনা করছি।