সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩, ০০:০০

হরিণা ফেরিঘাটে গাঁজা ও মদসহ আটক ১
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহরিনের তৎপরতায় ১৫ বোতল বিদেশী মদ ও ৬ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম হিমেল নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শনিবার দুপুরে তাকে মাদকসহ আটক করা হয় বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

আটক হিমেলের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানায়। তার পিতার নাম মোঃ খোকন। বর্তমানে সে ঢাকার গেন্ডারিয়া এলাকায় বসবাস করে।

এসআই শাহরিন হোসেন জানান, চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএ মাঠের উত্তর পাশ থেকে সকালে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম হিমেলকে গ্রেফতার করি। পরে তার হেফাজতে থাকা ৬ কেজি গাঁজা এবং বিদেশি অবৈধ ১৫টি মদের বোতল উদ্ধার করা হয়।

এদিকে মাদক ব্যবসায়ী হিমেল জানান, মাদকগুলো তিনি কুমিল্লা থেকে এনেছিলেন। যা শরীয়তপুরে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। মাদক মামলা দায়েরের পর আসামী হিমেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়