প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ০০:০০
![মতলব উত্তরে বিএনপির অবস্থান কর্মসূচি](/assets/news_photos/2023/04/09/image-31710.jpg)
বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও চাল-ডাল-কৃষি, শিক্ষা উপকরণসহ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় মতলব উত্তরেও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। ৮ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার ঘনিয়ারপাড়ে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপি সভাপতি ইয়াছিন মোল্লা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, ছেঙ্গারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর, উপজেলা সে¦চ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ শাহআলম ভূঁইয়া, ছেঙ্গারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা, উপজেলা যুবদল নেতা হালিম সরকার রিংকু, সোহরাব হোসেন, হান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আনোয়ার প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, পৌর তাঁতীদলের আহ্বায়ক আবুল সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলাইমান প্রধান, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ফারুক বেপারী, আক্তার হোসেন, আসাদ মোল্লা, মাহমুদুল হাসান হানিফ, মোঃ শাহ আলম দেওয়ান, মোঃ আলমগীর হোসেন দর্জি, পৌর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মফিজ খান, এসএম শাহ আলম, গজন সরকার, হুমায়ুন সরকার, যুবদল নেতা আবু তাহের সুমন, বিএনপি নেতা জাহাঙ্গীর মোল্লা, যুবদল নেতা জাকির হোসেন মিজি, নূরুজ্জামান প্রধান, পৌর ছাত্রদল নেতা দেওয়ান মুরাদুজ্জামান, হৃদয় মিয়াজী, মানিক মাঝি, নাদিম ভূঁইয়া, কাশেম খান প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। রাজপথে আমাদের মিছিল করার অধিকার নেই। মিছিল করতে গেলেই মামলা হামলার শিকার হতে হয়। দ্রুত তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা, পরোয়ানা প্রত্যাহার করে তাকে দেশে এসে রাজনীতি করতে দেয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। পাশাপাশি মিথ্যা মামলায় সাজা দেয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আটকে না রেখে তাকে স্থায়ী জামিন দেয়ারও দাবি জানাচ্ছি। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি দিন দিন বেড়েই চলেছে। চাল-ডাল-কৃষি, শিক্ষা উপকরণসহ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আহ্বান জানান তারা।