সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ০০:০০

পল্লী বিদ্যুতের ফরিদগঞ্জ জোনাল অফিসে ইফতার ও দোয়া মাহফিল
ফরিদগঞ্জ ব্যুরো ॥

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন ফরিদগঞ্জ জোনাল অফিসের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অফিস মিলনায়তনে শনিবার (৮ এপ্রিল) ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজুন্নাহার, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জিএম দেব কুমার মালু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী পরিচালক আমীরে আলীম রেজা, সাবেক ছাত্রনেতা কামরুল হাসান সাউদ প্রমুখ।

ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও এজিএম(কম) মোঃ নাজির উল্যাহর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পল্লী বিদ্যুতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়