প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ০০:০০
![দেড়দিন হাতে রেখে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ](/assets/news_photos/2023/04/08/image-31662.jpg)
ঢাকা টেস্টের ফল বের হতে পারত তিন দিনে। তবে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের প্রতিরোধ আর বাংলাদেশি বোলারদের অনিয়ন্ত্রিত বোলিংয়ে একমাত্র টেস্টটি চতুর্থ দিনে গড়ায়। গতকাল আর ভুল করেনি বাংলাদেশ। চার সেশন অর্থাৎ দেড় দিনের বেশি সময় হাতে রেখে আইরিশদের ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে পূর্ণাঙ্গ সিরিজের ৩টি ট্রফিই স্বাগতিকদের।
গত মঙ্গলবার (৪ এপ্রিল) শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২১৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। বাংলাদেশ প্রথম ইনিংসে তোলে ৩৬৯ রান। ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২৯২ করে আইরিশরা। যেখানে ৮ উইকেটে ২৮৬ করে কাল তৃতীয় দিন শেষ করেছিল তারা। গতকাল চতুর্থ দিনে নেমে ৩৫ মিনিট ব্যাট করে মাত্র ৬ রান যোগ করে সফরকারীরা। গুটিয়ে যায় ২৯২ রানে।
১৩৮ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। রান তাড়ায় তামিম ইকবালের সঙ্গে ইনিংস শুরু করেন লিটন দাস। শুরু থেকে হাত খুলে খেলেন এই কিপার-ব্যাটসম্যান। তবে ভাগ্য সঙ্গ দেয়নি লিটনের। অদ্ভুতভাবে আউট হন তিনি। মার্ক এডেয়ারকে পুল করতে গিয়ে ব্যাট ফাঁকি দিয়ে প্রথমে বল লাগে তার হেলমেটে। পরে বাহুতে লেগে পড়ে ব্যাটের ওপর। ব্যাট থেকে সেটি গিয়ে আঘাত করে অফ স্টাম্পে। ১৯ বলে ৩ চার, ১ ছয়ে ২৩ রান করেন লিটন।
সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। আগের ইনিংসে গোল্ডেন ডাক মারা এই তরুণ দ্বিতীয় ইনিংসে আউট হন ৪ রান করে। ২ উইকেট হারিয়ে ৮৯ রানে মধ্যাহ্নভোজ বিরতিতে যায় বাংলাদেশ। সেখান থেকে ফিরে অর্ধশতকের পথে ছিলেন তামিম, তবে তাড়াহুড়া করতে গিয়ে এই ওপেনার নিজের উইকেট বিসর্জন দেন ৩১ রান।
ভুল করেননি মুশফিকুর রহিম। মুমিনুল হককে সঙ্গে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি, তার আগে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের নিজের ২৬তম অর্ধশতক। ৭ উইকেট হাতে রেখে প্রথম মুখোমুখি দেখায় আয়ারল্যান্ডের বিপক্ষ একমাত্র টেস্টে জয় পায় বাংলাদেশ। মুশফিক অপরাজিত থাকেন ৫১ রানে। ৪৮ বলের ইনিংসটি সাজান ৭টি চারের মারে। মুমিনুল অপরাজিত থাকেন ২০ রানে। সূত্র : দৈনিক বাংলা।