প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ০০:০০
![নামাজে এসে অটোবাইক খোয়ালেন মুহাম্মদ আলী](/assets/news_photos/2023/04/08/image-31661.jpg)
মসজিদে নামাজ পড়ার সময় চোরের খপ্পরে পড়ে নিজের অটোবাইক খোয়ালেন মুহাম্মদ আলী। চাঁদপুর সদর ঢালীর ঘাট এলাকার মুহাম্মদ আলী ফরক্কাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়তে যান। এ সময় তিনি নিজের অটোবাইকটি মসজিদের সামনে রেখে মসজিদে ঢুকেন। এরই ফাঁকে চোরের দল মসজিদের সামনে থাকা অটোবাইকটি চুরি করে নিয়ে যায়। নামাজ শেষে মুহাম্মদ আলী তার অটোবাইকটি মসজিদের সামনে দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়েন।
মুহম্মদ আলী জানান, আমি খুবই অসহায় মানুষ। অটোবাইকটিই ছিলো আমার একমাত্র রুটি-রুজির মাধ্যম।