প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ০০:০০
![এভারগ্রীন এসএসসি-৯৫ চাঁদপুরের উদ্যোগে ইফতার বিতরণ](/assets/news_photos/2023/04/08/image-31655.jpg)
এভারগ্রীন এসএসসি-৯৫ চাঁদপুর-এর উদ্যোগে গরিব, অসহায় ও পথচারীদের মাঝে প্রায় ৫শ’ প্যাকেট ইফতার খাবার বিতরণ করা হয়েছে। ১৫ রমজান (৭ এপ্রিল) শুক্রবার বাদ আছর চাঁদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় এ রান্না করা খাবার ইফতার বিতরণ করা হয়।
এভারগ্রীন এসএসসি-৯৫ চাঁদপুর-এর সদস্যরা কয়েকটি ভাগে ভাগ হয়ে শহরের বায়তুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণ শপথ চত্বর, রেলওয়ে কোর্ট স্টেশন ও পুরানবাজার লোহারপুল চত্বরে মানুষের হাতে হাতে খাবার প্যাকেট তুলে দেন। এছাড়াও কয়েকটি মসজিদেও এ ইফতারের খাবার বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন এভারগ্রীন এসএসসি ৯৫ চাঁদপুর-এর ক্রিয়েটর এডমিন মাসুদুল আলম বেপারী, এডমিন মোঃ জাহিদ মাহমুদ, ইব্রাহিম, মডারেটর বন্ধু ওমর ফারুক, বেলাল খান, আবু বক্কর আকাশ, আল-মামুন, ডাঃ জাকির, কার্তিক, ফুটন ও কুট্টিসহ এভারগ্রীন এসএসসি -৯৫ চাঁদপুর এর আরো অনেকে।
উল্লেখ্য, এভারগ্রীন এসএসসি ৯৫ চাঁদপুর বিভিন্ন সময়ে নানাবিধ সামাজিক ও মানবিক কর্মকাণ্ড করে আসছে। যার মধ্যে রয়েছে অসহায়দের মাঝে খাবার সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্প ইত্যাদি। সংগঠনটির বন্ধু সদস্যদের উপার্জিত নিজস্ব অর্থে তারা এসব সামাজিক ও মানবিক কাজ করে থাকেন।