সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩, ০০:০০

প্রবীণ কীর্তনীয়া কানাইলাল দাসের পরলোকগমন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের মঠখোলার প্রবীণ কীর্তনীয়া কানাইলাল দাস পরলোকগমন করেছেন। ৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি নিজ বাড়িতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৬ বছর। জানা যায়, কানাইলাল দাস চাঁদপুরের সুপরিচিত কীর্তনীয়া দল শ্রীরাম সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে কীর্তন করে সুনাম অর্জন করেছিলেন।

এদিকে এ বিষয়ে এক শোকবার্তায় চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি যুবরাজ চন্দ্র দাস বলেন, কানাইলাল দাস এবং তার আরেক ভাই তারা দুজনেই ভালো মানুষ। কানাই লাল বাবু ছোট বেলা থেকেই কীর্তনে সম্পৃক্ত হন এবং বিয়ে পর্যন্ত করেননি। তার এই বিদায়ে আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়