প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩, ০০:০০
![হাইমচরে ৪০ জেলে আটক](/assets/news_photos/2023/04/07/image-31617.jpeg)
হাইমচরে উপজেলা টাস্কফোর্স কমিটি, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড, নৌপুলিশের যৌথ অভিযানে জাটকা সংরক্ষণ অভিযানে ৪০ জেলেকে আটক করা হয়েছে। ৪ এপ্রিল বুধবার জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসানের নেতৃত্বে হাইমচর উপজেলায় মেঘনা নদীর কাটাখালি, ঈশানবালা, সাহেবগঞ্জ, গাজীপুর এলাকা থেকে জাটকা ধরা অবস্থায় ৪০ জন জেলেকে আটক করা হয়।
উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রশিদ জানান, আনুমানিক ১.২০ লাখ মিটার কারেন্ট জাল, ১শ’ কেজি জাটকা এবং ১টি মাছ ধরার নৌযান জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী কর্তৃক মোবাইল কোর্টে আটককৃত ২৯ জনের ১ মাসের, ১ জনের ৩ মাসের জেল দেয়া হয় এবং বাকি ১০ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহাবুব রশীদ, শাহরাস্তি মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (সংযুক্ত) মোহাম্মদ ফারুক আহাম্মেদ, উপজেলা কন্টিনজেন্ট কমান্ডার পেটি অফিসার নাছির উদ্দীনসহ বাংলাদেশ কোস্টগার্ড হাইমচর টিম।