সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ০০:০০

এতিম শিশুদের নিয়ে শাহতলী রুশদী পরিবারের ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ
অনলাইন ডেস্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীস্থ ঐতিহ্যবাহী রুশদী পরিবারের উদ্যোগে পূর্ব শাহতলী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থীদের নিয়ে ঈদবস্ত্র (ঈদ উপহার) বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৫ এপ্রিল (বুধবার) বিকেল সাড়ে ৫টায় পূর্ব শাহতলী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিলে শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রশদী। তিনি বলেন, আমাদের চারপাশে যারা অসুস্থ রয়েছে তাদের জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে যায়। যারা মৃত্যুবরণ করেছে তাদের যেন আল্লাহ জান্নাতবাসী করেন। আমরা যারা সামর্থ্যবান আছি সকলে আশপাশের গরিবদের সহায়তা করতে হবে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন পবিত্র রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। শাহতলী রুশদী পরিবারের উদ্যোগে আমাদের আজকের আয়োজন এতিমদের নিয়ে। এলাকার মানুষের সহযোগিতায় এ এতিমখানা পরিচালিত হচ্ছে। আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে তাহলে আমি চিকিৎসার ব্যবস্থা নেবো। মাদ্রাসার কোনো ছাত্রকে শারীরিক নির্যাতন করা যাবে না। শিশু বাচ্চাদের প্রতি মানসিক টর্চার যাতে না করে সেদিকে খেয়াল করতে হবে।

অনুষ্ঠানে পূর্ব শাহতলী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশু শিক্ষার্থীদের ঈদবস্ত্র (ঈদ উপহার) বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মোঃ আব্দুল কাদের হাজরা, শাহতলী কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন বিডিআর, শাহতলী কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা এমদাদ উল্লাহ, উপজেলা বিআরডিবির সাবেক কর্মকর্তা মোঃ সলেমান মুন্সী, শাহতলী কামিল মাদ্রাসার আরবি প্রভাষক এএনএম হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, শাহতলী কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মোঃ সফিক ক্বারী, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মনির চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাসেম কারী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ মোস্তফা মিজি (ভান্ডারী), পূর্ব শাহতলী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপিত মোঃ হানিফ চৌধুরী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল ক্বারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর খান, সেক্রেটারী মোঃ আব্দুল আজিজ মিজি অন্যান্য সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এতিম শিশু শিক্ষার্থীবৃন্দ।

ইফতার মাহফিলের পূর্বে এতিম শিশু শিক্ষার্থী, ইমাম ও এলাকার সুধীজনদের নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী ও ৪নং শাহমাহমুদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম অ্যাডঃ তাহের হোসেন রুশদীর কবর ও রুশদী পরিবারের মৃত সদস্যদের কবর জিয়ারত করা হয়। জিয়ারত শেষে পূর্ব শাহতলী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়