সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ০০:০০

খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন
অনলাইন ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন এবং ২০২৩-২৪ সেশনের জন্য কমিটি পুনর্গঠন করা হয়ে। ৫ এপ্রিল বুধবার বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং পুনর্গঠিত কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। এতে মাওলানা মোঃ লিয়াকত হোসাইনকে সভাপতি এবং মাওলানা মোঃ হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান ও নির্বাহী সদস্য হযরত মাওলানা খায়রুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, দেশের মানুষ আজ ভালো নেই। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকারটুকুও কেড়ে নেয়া হচ্ছে। এই সরকার অসংখ্য আলেমণ্ডওলামাকে বন্দী করে রেখেছে। আমাদের দলের মহাসচিব মাওলানা মামুনুল হককে মিথ্য মামলা দিয়ে দীর্ঘ দুই বছর যাবৎ সম্পূর্ণ বেআইনিভাবে জেলে আটকে রেখেছে। তারা জানে না যে, অত্যাচার-নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না।

তিনি আরো বলেন, মাওলানা মামুনুল হক জাতির সম্পদ, দেশের সম্পদ। তিনি একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ শিক্ষাবিদ, বরেণ্য শায়খুল হাদীস। এ দেশের সুপরিচিত ওয়ায়েজ ও আদর্শিক রাহবার। এই রমজান মাসেই মাওলানা মামুনুল হককে মুক্তি দিতে হবে। না হয় তাঁর মুক্তিতে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়