প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ০০:০০
![মায়া চৌধুরীকে স্বাধীনতা পদক দেয়ায় ছাত্রলীগের আলোচনা ও আনন্দ মিছিল](/assets/news_photos/2023/04/06/image-31580.jpg)
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে স্বাধীনতা পদক দেয়ায় আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ। বুধবার ৫ মার্চ বিকেলে উপজেলার সুজাতপুর বাজারে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, সদস্য সচিব তামজিদ সরকার রিয়াদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির রায়হান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এসএম নোমান দেওয়ান, আল-আমিন সরকার বিজয়, সাবেক সদস্য মোসাদ্দেক হাওলাদার মামুন, নাজমুল হোসেন, আমজাদ নেতা, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহম্মদ, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সভাপতি, পৌর ছাত্রলীগ নেতা শামীম প্রধান।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম সেলিম রেজার সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা মেহেদী হাসান কাজল ও সদরুল আলমের যৌথ পরিচালনায় আরো বক্তব্য দেন গজরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজারুল ইসলাম শান্ত, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক তামজিদ হোসেন রিয়াদ, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছিম রানা, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আসিফ সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শাকিল দেওয়ান, মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আরিফুল ইসলাম লিখন, ষাটনল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাইম পাটোয়ারী, জুবায়ের আহমেদ জনি প্রমুখ। পরে আনন্দ মিছিলটি সুজাতপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।