প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ০০:০০
![কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ](/assets/news_photos/2023/04/06/image-31579.jpg)
কচুয়ায় বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের পশ্চিম নলুয়া প্রধানীয়া বাড়ির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইলিয়াসের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঢেউটিন বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর প্রধান কার্যালয়ের মনিটরিং অপারেশন মোঃ মাহমুদ খান, কুমিল্লা জোনাল ম্যানেজার আব্দুল আলিম, এরিয়া ম্যানেজার সোহাগ হাওলাদার, ইউপি সদস্য মন্টু মিয়া প্রমুখ।