প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ০০:০০
![মহামায়া বাজারের ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড](/assets/news_photos/2023/04/05/image-31536.jpg)
চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে অভিযান পরিচালনা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার আইন-২০০৯ লঙ্ঘনের অপরাধে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৩৭ ধারায় হোসেন ফার্মেসীকে ২ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় ৩৮ ধারায় বিসমিল্লাহ ট্রেডার্সকে ২ হাজার টাকা ও সুরুজ বেপারীর গোস্তের দোকানকে ২ হাজার টাকাসহ ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।
অভিযানকালে মহামায়া বাজারের মুদি দোকান, কাপড়ের দোকান, জুতার দোকান, ফলের দোকান, মুরগীর দোকান ও গরুর গোস্তের দোকানের ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়। এ সময় পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।