প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডের প্রতিষ্ঠিত রড-সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান আজিজ ব্রাদার্সের কর্মচারী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে অটেবাইকযোগে ব্যবসা প্রতিষ্ঠানে আসার সময় চোরের কবলে পড়ে। ২ এপ্রিল ব্যাংক থেকে ৫ লাখ টাকা আনার সময় চোর কৌশলে টাকা রাখার ব্যাগ কেটে সেখান থেকে ২ লাখ টাকা সরিয়ে ফেলে। এ সময় বিষয়টি অটোবাইকে থাকা অপর যাত্রীর নজরে পড়ে। তখন চোর হাতেনাতে ধরা পড়ে। পরে অটোবাইকে থাকা অন্যান্য যাত্রী ও পথচারী চোরকে ধরে পুলিশে সোপর্দ করে। আটক চোরের বাড়ি কুমিল্লা জেলার লাকসামে।