প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ০০:০০
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে গতকাল মঙ্গলবার চাঁদপুর রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে ইফতারপূর্ব এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, পৌরসভার প্যানেল মেয়র মোঃ হেলাল হোসাইন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু, মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, সদর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান।
দোয়া ও ইফতারে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, রিয়াদ ফেরদৌস, কোষাধ্যক্ষ তালহা জোবায়েরসহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও অন্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অতিথিবৃন্দ চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনের সুস্থতা কামনা করেন। তারা বলেন, আল ইমরান শোভনের সাথে সকল পর্যায়ের সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক ছিল। তিনি সবসময় সমাজের বিভিন্ন উন্নয়ন, অসঙ্গতি, অনিয়ম তুলে ধরেছেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। এ সময় অতিথিবৃন্দ সাংবাদিক আল ইমরান শোভনের জন্য যেকোনো সহযোগিতায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।