প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ০০:০০
৩ এপ্রিল সোমবার কুমিল্লা বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পশ্চিম সিংহ গ্রামে শিক্ষার আলো মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ আবুল হাসেম খান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী ইদ্রিস মিয়া এবং পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি এমএএইচ গ্রুপের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান অ্যাডঃ ইস্কান্দার আলী ভূঁইয়া আমীর, ভারেল্লা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিফ রায়হান হামিদ, বিশিষ্ট শিল্পপতি হাজী ইউনুস মিয়া ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান সোহাগ। এছাড়া আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ হাফেজ আহমেদ মজুমদার, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মাস্টার, সাবেক ইউপি মেম্বার মোরশেদুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজমির হোসেন, যুবলীগ নেতা হাজী সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোরশেদ হোসেন, ফারুক আব্বাস মেম্বার, সেলিম মোল্লা মেম্বার।
ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ আবু ইউসুফ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।