সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ০০:০০

পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রকে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী ও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। এ সময় ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

সোমবার বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মিলন মাহমুদ, বিপিএম (বার) সংগঠনের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায় ও অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে উপস্থিত ছিলেন।

বেলা সাড়ে ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে কার্যকরী পরিষদ নেতৃবৃন্দ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।

দুপুর ২টায় চাঁদপুর পৌরসভার হলরুমে পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলকে ফুলেল শুভেচ্ছা জানান ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ দেন পৌর মেয়র।

উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এমএ লতিফ, সহ-সভাপতি এসএম সোহেল, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক সজীব খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বাদশা ভূঁইয়া, কার্যকরী সদস্য গোলাম মোস্তফা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়