প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জ লেখক ফোরামের ইফতার মাহফিল](/assets/news_photos/2023/04/03/image-31456.jpeg)
দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে ফরিদগঞ্জ লেখক ফোরামের ইফতার মাহফিল শেষ হয়েছে। সভাপতি কবি পাভেল আল ইমরানের সভাপতিত্বে ইফতারপূর্ব দোয়ানুষ্ঠান পরিচালনা করেন সাহিত্যিক মোস্তফা কামাল মুকুল।
১ এপ্রিল শনিবার আইফা পাঠাগার মিলনায়তনে ফরিদগঞ্জ লেখক ফোরামের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নূরুল ইসলাম ফরহাদ, প্রতিষ্ঠাকালীন সভাপতি কেএম নজরুল ইসলাম, সাবেক সভাপতি ফাতেমা আক্তার শিল্পী, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি কবি হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রাবেয়া আক্তার, অর্থ সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, সমাজকল্যাণ সম্পাদক তানজিল হৃদয় ও প্রচার সম্পাদক গাজী জাহিদ হাসান। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক সাহেদ বিন তাহের।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার কাজী ইমাম হোসেন, সদস্য মাহাবুব রাব্বানী, মোঃ রাজু, ইয়াছিন পাটওয়ারী, মাহাবুব পাঠান, জাহিদ হাসান প্রমুখ।