প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা রোডস্থ পরিবহন ব্যবসায়ী রোটাঃ মোঃ মফিজউদ্দিন সরকারের গাড়ির যন্ত্রাংশ রাখার গোডাউন থেকে চোরের দল মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
জানা যায়, গত ১ এপ্রিল শনিবার দিবাগত গভীর রাতের কোনো এক সময় বাসস্ট্যান্ড স্বর্ণখোলা রোডস্থ পৌরসভার পানির পাম্পের সামনে সততা পরিবহনের মালামাল রাখার গোডাউনের সাটারের তালা ভেঙ্গে চোরের দল গাড়ির মূল্যবান যন্ত্রাংশ নিয়ে পালিয়ে যায়। গতকাল ২ এপ্রিল সকালে গোডাউন খুলতে গিয়ে মফিজ সরকার দেখেন, তার গোডাউনের তালা ভাঙ্গা এবং পেছনের টিনের বেড়ার টিন খোলা। পরে আশেপাশের লোকজনকে বিষয়টি অবহিত করেন। মালামাল চুরির বিষয়ে তিনি চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।