প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ০০:০০
![ভূমিসেবা সম্পর্কিত তথ্য না জানার কারণে সাধারণ জনগণ প্রতারিত হচ্ছে](/assets/news_photos/2023/04/03/image-31451.jpg)
অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুরের সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর অ্যাডভোকেসি সভা সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বলেন, ভূমিসেবা সম্পর্কিত তথ্য না জানার কারণে সাধারণ জনগণ প্রতারিত হচ্ছে। যাদের ভূমিসেবা সম্পর্কে কোনো ধারণা নেই তারা দালালদের হাতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। ইতোমধ্যে দালালদের হাত থেকে মানুষদের রক্ষা করার জন্যে সরকার সেবাগ্রহীতাদের জন্যে প্রতিটি জেলায় ভূমিসেবা বিষয়ে অবহিতকরণ সংক্রান্ত কার্যক্রম চালু করার পরিকল্পনা করছে। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় চেষ্টা করছে খুব সহজেই মানুষকে ভূমিসেবা প্রদানের জন্যে। খাজনা এখন অনলাইনের মাধ্যমে দেয়া হয়। নামজারি আবেদনও অনলাইনের মাধ্যমে করতে হয়। চাঁদপুর জেলায় আটাশি হাজার হোল্ডিং-এর ভূমির অনলাইনভিত্তিক সেবা পরিচালিত হচ্ছে। তবে কিছু এলাকা মামলা ও নদী বেষ্টিত হওয়ার কারণে শতভাগ হোল্ডিং অনলাইন করা যাচ্ছে না। ইতোমধ্যে পৌর হোল্ডিংগুলোতে বাণিজ্যিক হারে খাজনা আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানান, ভূমিসেবায় চাঁদপুর সদর উপজেলা চট্টগ্রাম বিভাগে ১ম স্থানে অবস্থান করছে। বর্তমানে গড়ে ১৪ দিনে নামজারি আবেদন নিষ্পত্তি করা হয়ে থাকে। তিনি ভূমি সম্পর্কিত যেকোনো তথ্য জানার জন্যে ১৬১২২ হটলাইন নাম্বারে কল করার আহ্বান জানান। ভূমি সম্পর্কিত বিষয়গুলো শুধু সহকারী কমিশনার (ভূমি)-এর আওতায় নয়, এর সাথে সাব-রেজিস্ট্রি অফিস ও সেটেলমেন্ট অফিসও রয়েছে। তাই সনাকের ভূমি বিষয়ক যেকোনো অ্যাডভোকেসি বা জনসমাবেশে ভূমিসেবা প্রদানকারী তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে রাখা প্রয়োজন। এ ধরনের অ্যাডভোকেসি সভাগুলোতে তিনি ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তাদেরকেও রাখার আহ্বান জানান।
সনাকের সাবেক সভাপতি ও ভূমি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কাজী শাহাদাত তাঁর স্বাগত বক্তব্যে বলেন, আজকে মূলত সনাক-চাঁদপুরের অ্যাকটিভ সিটিজেন গ্রুপ চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন জায়গায় কমিউনিটি অ্যাকশন মিটিং করে যেসকল মতামত বা সুপারিশ পেয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবে। মানুষ না জানার কারণে সেবা নিতে এসে অনেক হয়রানির মুখোমুখি হচ্ছে। তিনি বলেন, দ্বিপাক্ষিক আলোচনা ছাড়া কোনো কাজ এগিয়ে নেয়া সম্ভব না। সহকারী কমিশনার (ভূমি), চাঁদপুর সদর-এর যথেষ্ট আন্তরিকতা রয়েছে। আমি আশা করছি, সনাকের সাথে চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসের দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরও বেগবান ও গতিশীল হবে। তিনি যৌথ প্রচেষ্টায় জনসচেতনতামূলক গণশুনানি আয়োজন করার আহ্বান জানান।
টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় সভাপতির বক্তব্যে সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া বলেন, আজকের সভা থেকে আমরা ভূমি সংক্রান্ত অনেক অজানা বিষয় জানতে পেরেছি। তিনি সনাক, ইয়েস ও এসিজি গ্রুপের অংশগ্রহণে সনাক অফিসে ভূমিসেবা সম্পর্কিত একটি স্টাডি সার্কেল-এর আয়োজন করার প্রস্তাব করেন, যেখানে প্রশিক্ষক হিসেবে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার অনুরোধ জানান। তিনি আজকের এই ফলপ্রসূ সভায় উপস্থিত হওয়ার জন্যে সবাইকে ধন্যবাদ জানান।
সভায় কমিউনিটি অ্যাকশন মিটিং থেকে প্রাপ্ত সমস্যা ও সুপারিশ তুলে ধরেন চাঁদপুর সদর উপজেলা ভূমি সেবাকেন্দ্রিক অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সমন্বয়ক উজ্জ্বল হোসাইন। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কানুনগো মোঃ খাদেমুল ইসলাম, ইয়েস গ্রুপের সহ-দলনেতা মোঃ আকরাম হোসেন, ইয়েস সদস্য অভি লোধ, এসিজি সদস্য মোঃ আলাউদ্দিন পাটওয়ারী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সনাকের সহ-সভাপতি জেসমিন আক্তার, সনাক সদস্য মোঃ আব্দুল মালেক, এসিজি গ্রুপের সহ-সমন্বয়ক ফাতেমা আক্তার, এসিজি সদস্য সাইফুল ইসলাম আকাশ, মোবারক হোসেন ও মোঃ ইমরান বেপারী, ইয়েস সদস্য সাদিয়া খানম ও সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।