মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে ২শ’ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে ২শ’ পিচ ইয়াবাসহ আশ্রাফুল ইসলাম সাগর (২৫) নামে এক যুবককে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশের একটি টিম। গতকাল রোববার (২ এপ্রিল) হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের ডিগ্রি কলেজ সড়কের হোসেন হার্ডওয়্যার নামের দোকানের সামনে অভিযান চালিয়ে উক্ত ইয়াবা জব্দসহ সাগরকে আটক করা হয়। সে একই উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রামের হাজি বাড়ির মিজানুর রহমানের ছেলে। তবে সে হাজীগঞ্জ বাজারে ভাড়া বাসায় থেকে নিয়মিত ইয়াবা ব্যবসা পরিচালনা করতো।

থানা পুলিশ জানায়, আটককৃত আশ্রাফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এদিন হাজীগঞ্জ বাজার এলাকা থেকে ২শ’ পিচ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ মিছবাহুল আলম চৌধুরী জানান, আশ্রাফুল বেশ ধূর্ত প্রকৃতির মাদক কারবারি। তার বাড়ি মৈশামুড়া হলেও সে পৌরসভার ৫নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের অধ্যাপক মোঃ আঃ হকের বাসায় ভাড়া থাকতো।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, আটককৃত আশ্রাফুলের নামে মাদক আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়