প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ০০:০০
![চাঁদপুরে চৌধুরী ঘাট যেনো তরমুজের হাট](/assets/news_photos/2023/04/03/image-31446.jpg)
অনলাইন ডেস্ক
ট্রলারে করে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার তরমুজ আসছে চাঁদপুর শহরের চৌধুরী ঘাট আড়তে। আড়তে ওঠানোর পূর্বেই পচে যাওয়ার ফলে অনেক তরমুজ ফেলে দিতে দেখা যায় ডাকাতিয়া নদীর পাড়ে। ছবিতে দেখা যায় ফেলে দেয়া তরমুজ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আর পাশে ট্রলার ভর্তি তরমুজ। ছবি : বাদল মজুমদার।