সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ০০:০০

জেলা আবাসিক হোটেল মালিক সমিতির ইফতার মাহফিল
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলা আবাসিক হোটেল মালিক সমিতির আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ এপ্রিল শনিবার বিকেলে দি হিলশা কিচেন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ একটি প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য লীলাভূমি, নদীমাতৃক বাংলাদেশ। মেঘনার ত্রি-নদী মোহনায় অবস্থিত চাঁদপুর জেলা, এটি একটি অপূর্ব সৌন্দর্য লীলাভূমি। জেলা ব্র্যান্ডিং ইলিশের বাড়ি চাঁদপুর, অপার সম্ভাবনাময় পর্যটন শহরকে বাঁচিয়ে রাখতে সরকারের উদ্যোগ নিতে হবে। তাতে জেলা প্রশাসনসহ পৌর প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এতে জেলার জীবনমান উন্নয়ন সাধিত হবে এবং অনেক মানুষের জীবন-জীবিকা ও কর্মসংস্থান সৃষ্টি হবে।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন। ইফতার পূর্বক জেলা আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি হোটেল মদিনার স্বত্বাধিকারী শাহজাহান গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোটেল গ্র্যান্ড হিলসার স্বত্বাধিকারী শাহেদুল হক মোর্শেদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা হোটেল রজনীগন্ধার স্বত্বাধিকারী লায়ন মোঃ মাহমুদুল হাসান, হোটেল গ্র্যান্ড হিলসার চেয়ারম্যান খোরশেদ আলম কাঞ্চন, গাজী বোর্ডিংয়ের অংশীদার ফয়সাল গাজী বাহার, সাংগঠনিক সম্পাদক হোটেল শ্যামলীর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম রতন।

উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর হোসেন গাজী, সফিনা হোটেলের স্বত্বাধিকারী আবদুল মমিন, হোটেল আল-রশিদের স্বত্বাধিকারী মোঃ সাইফুদ্দিন, হোটেল মুক্তির স্বত্বাধিকারী গোপাল সাহা, সমিতির দপ্তর সম্পাদক হোটেল সুন্দরবন লিমন গাজী, হোটেল রয়েল রূপালীর স্বত্বাধিকারী মাহমুদুল হক রাশেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়