মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ০০:০০

চাঁদপুর সরকারি মহিলা কলেজে ৫ দিনব্যাপী ‘অফিস ব্যবস্থাপনা’ ইন হাউজ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
অনলাইন ডেস্ক

গতকাল ৩১ মার্চ চাঁদপুর সরকারি মহিলা কলেজের চলমান সিইডিপি উপ-প্রকল্পের আওতায় শিক্ষক ও কর্মচারীবৃন্দের ‘অফিস ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ, আইডিজি ম্যানেজার ও প্রশিক্ষণ কোর্স পরিচালক প্রফেসর মোঃ মাসুদুর রহমান। কলেজ অধ্যক্ষ প্রশিক্ষণ কোর্স পরিচালনার অনুমতি প্রদান করায় সিইডিপি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক ও স্টাফদের দক্ষতা বৃদ্ধি পাওয়ায় অফিস ব্যবস্থাপনা ও দাপ্তরিক কাজে এর প্রতিফলন ঘটবে। ‘অফিস ব্যবস্থাপনা’র ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সবাই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার দক্ষ কারিগর হিসেবে গড়ে উঠবে। কলেজ অধ্যক্ষ ইন হাউজ প্রশিক্ষণটি যথাসময়ে সফলভাবে সমাপ্ত করার জন্যে প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, সিইডিপি উপ-প্রকল্পের আওতায় চাঁদপুর সরকারি মহিলা কলেজের ২৫ জন শিক্ষক ও স্টাফ অফিস ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ গ্রহণ করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়