প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋণ বিতরণ](/assets/news_photos/2023/03/31/image-31337.jpg)
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্যভুক্ত ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর কৃষক সমবায় সমিতি ও ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণী কৃষক সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা হয়। এই দিন হর্ণী কৃষক সমবায় সমিতির ৬ জন সদস্যের মাঝে ২ লক্ষ ৪০ হাজার টাকা আবর্তক কৃষি ঋণ এবং কৃষ্ণপুর কৃষক সমবায় সমিতির ৫ জন সদস্যের মাঝে ১ লক্ষ ৯০ হাজার টাকা সোনালী কৃষি ঋণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যানের কার্যালয়ে এই ঋণ বিতরণ করা হয়। ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া, কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক বিল্লাল হোসেন তালুকদার, পরিদর্শক শফিকুল ইসলাম, হর্ণী কৃষক সমবায় সমিতির সভাপতি আতিকুর রহমান, ম্যানেজার মাওলানা মনির হোসেন, কৃষ্ণপুর কৃষক সমবায় সমিতির সভাপতি সিরাজুল ইসলামসহ সদস্যবৃন্দ।
ঋণ বিতরণকালে কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। আর এই এগিয়ে যাওয়ার পেছনে আপনাদের প্রান্তিক কৃষকদের অংশগ্রহণ রয়েছে। গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সহজ শর্তে জামানতবিহীন ঋণ বিতরণ করছি। এখানে আপনাদেরকে অতিরিক্ত কোনো টাকা খরচ করতে হয় না। ঋণ আবেদনের ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনারা ঋণ পেয়ে যাচ্ছেন। দেশের ৪০ শতাংশ দারিদ্র্য জনগোষ্ঠী ছিলো যা বর্তমান শেখ হাসিনার সরকারের বিচক্ষণ নেতৃত্বের কারণে এখন ১৪ শতাংশে এসেছে। শেখ হাসিনার সরকার আবারো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে এই দারিদ্র্যের হার আরো কমে যাবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, গ্রাম হবে শহর এই স্লোগানকে সামনে রেখে প্রান্তিক পর্যায়ের মানুষদের জীবন-জীবিকার মান উন্নয়ন এবং এর আলোকে অবকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। এই ধারা অব্যাহত রাখতে আমরা চাই সরকারের ধারাবাহিকতা।