প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ০০:০০
![‘স্বপ্নছায়া সামাজিক সংগঠনে’র ইফতার সামগ্রী বিতরণ](/assets/news_photos/2023/03/30/image-31299.jpeg)
পবিত্র মাহে রমজান উপলক্ষে অর্ধশত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বপ্নছায়া সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা। ২৮ মার্চ (মঙ্গলবার) সকালে সংগঠনটির কার্যালয়ে সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফের পরিচালনায় ইফতার সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন সেলিম ও সাংবাদিক মোঃ জাকির হোসেন।
ইফতার সামগ্রী বিতরণের পূর্বে আলোচনা সভায় অতিথিরা বলেন, ‘স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন’ একটি অরাজনৈতিক সংগঠন। সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটানোর সংগঠন। স্বেচ্ছাসেবীদের মহতী এমন সামাজিক কর্মকাণ্ড দেখে সত্যিই আমরা আনন্দিত ও গর্বিত।
স্বেচ্ছাসেবীদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম (নিশু), দেওয়ান মোঃ রাসেদ হোসেন, আহমেদ সাব্বির, মোঃ সামছুল ইসলাম (রনি), মাহমুদ হাসান, শাকিল হোসেন, মাইনুদ্দিন পাটোয়ারী, মোঃ রাসেল আহমেদ, সানজিদ পাটোয়ারী, মেহেদী হাসান, মোঃ আল আমিন ও খাদিজা খাতুন।