মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ০০:০০

মতলব উত্তর থানায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া
মাহবুব আলম লাভলু ॥

অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধকল্পে সাধারণ মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার লক্ষ্যে মতলব উত্তর থানা প্রাঙ্গণে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে বুধবার বেলা ১১টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জ্বলন্ত গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপণ করে কার্যক্রম উদ্বোধন করেন। মহড়ায় তিনি উপস্থিত কর্মকর্তাদের অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল সম্পর্কে ব্রিফিং দেন এবং হাতেকলমে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার শিক্ষা দেন। ভবিষ্যতে যাতে কোনো অগ্নিদুর্ঘটনা না ঘটে এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মহড়ায় থানা পুলিশসহ স্থানীয় ফায়ার সার্ভিসের হাউজওয়ার পরিদর্শক মোঃ জাকির হোসেনসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মহড়াকালে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার ও পরিচিতি সম্পর্কে অবগত করা হয়, আহত ব্যক্তিদের তাৎক্ষণিক কীভাবে সেবা প্রদান করা যায়, আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, উৎসুক জনতা অপসারণ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি নিরাপদে সরিয়ে নেয়ার পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিকভাবে শেখানো হয়। এ সময় বাড়িতে, গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য অগ্নিকাণ্ড নির্বাপণের বিভিন্ন প্রায়োগিক দিক উপস্থিত পুলিশ সদস্যদের হাতেকলমে শেখানো হয়। যাতে করে তাৎক্ষণিক কোনো ঘটনা ঘটলে সাথে সাথে অগ্নিনির্বাপণ করতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়