প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ০০:০০
মহামায়া বাজার জামে মসজিদের সামনে থেকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ মহামায়া চেকপোস্টে ড্রামভর্তি তিনশ’ কেজি জাটকাসহ একটি সিএনজি অটোরিকশা আটক করেছে। বুধবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন মোবাইল কোর্টের মাধ্যমে জাটকা বহনের দায়ে সিএনজি চালককে দু হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং জব্দকৃত জাটকা মাছগুলো অভাবী জনসাধারণের মাঝে বিতরণের ব্যবস্থা করেন। এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার পক্ষে ওই সময় চেকপোস্টে ডিউটিরত এসআই সেলিম উল্লাহ।
তিনি বলেন, তিনি ও এএসআই অহিদ উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ মহামায়া বাজার মসজিদ সংলগ্ন রাস্তার উপর চেকপোস্ট চলাকালে একটি সিএনজিতে তল্লাশি করি। তাতে মাঝারি আকারের নয়টি প্লাস্টিকের ড্রামভর্তি জাটকা মাছ পাওয়া যায়। যার ওজন আনুমানিক ৩০০ কেজি। পরে মোবাইল কোর্টের মাধ্যমে সিএনজি চালককে জরিমানা এবং জব্দ জাটকা মাছ গরিবদের মাঝে বিতরণ করা হয়।