মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ০০:০০

সনাক ও টিআইবির দুর্নীতিবিরোধী কার্যক্রমে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সর্বাত্মক সহযোগিতা থাকবে
সংবাদ বিজ্ঞপ্তি ॥

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর, চাঁদপুরের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের সহযোগিতায় ‘চাই স্বাস্থ্যখাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন’ শীর্ষক অ্যাডভোকেসি সভা গতকাল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সনাক চাঁদপুরের সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চাঁদপুর-এর উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াছ বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সনাক-টিআইবি যে ৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নিয়ে কাজ করবে তাতে আমার ও আমার বিভাগের কর্মীদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।

তিনি বলেন, জনবল সঙ্কটের কারণে অনেক সময় সেবা প্রদানে বিঘ্ন সৃষ্টি হয়। সেবাগ্রহীতাদের চাহিদা অনেক। কিন্তু আমাদেরও অনেক সীমাবদ্ধতা রয়েছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতেও কর্মী সংকট। যে কেন্দ্রগুলোতে কর্মী নেই সেখানে অন্য কেন্দ্রগুলো থেকে কর্মী এনে সেবা প্রদান করতে হয়। যে কোনো খারাপ অবস্থান থেকে ভালো অবস্থানে নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। করোনাকালীন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সেবা প্রদান করেছে। তিনি টিআইবির প্রতি কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে এবং কী কারণে দুর্নীতি হচ্ছে এগুলোর রিপোর্ট তৈরির পাশাপাশি এর উত্তরণের উপায়গুলোও তুলে ধরার আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের যদি কোনো দুর্বল বা চ্যালেঞ্জের দিক থাকে সেগুলো আশা করছি সনাক-টিআইবির মাধ্যমে জানতে পারবো। তিনি জানান, আমার কর্মকালে অত্যন্ত মনোরম পরিবেশে ৩টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র দৃশ্যমান করতে পেরেছি। তিনি সনাক ও টিআইবির দুর্নীতিবিরোধী আন্দোলনে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ সহযোগিতা করবে বলে আশ্¦াস প্রদান করেন। সনাক-টিআইবির বর্তমান প্রকল্পে জেলা পরিবার পরিকল্পনা বিভাগকে বেছে নেয়ার জন্যে সনাক-টিআইবিকে তিনি ধন্যবাদ জানান।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চাঁদপুর-এর সহকারী পরিচালক একেএম আমিনুল ইসলাম বলেন, অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জেলা পরিবার পরিকল্পনা বিভাগ সেবা প্রদান করে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হলো জনবল সংকট। আশা করছি, আগামী ১/২ বছরের মধ্যে এই জনবল সংকট অনেকটা কমে যাবে। আগামী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে কাজের গতি ও মান অনেকাংশে বেড়ে যাবে। আমরা পরিবার পরিকল্পনা বিভাগ সনাক-টিআইবির সাথে কাজ করতে চাই। সনাক ও পরিবার পরিকল্পনা বিভাগের পারস্পরিক সহযোগিতার ফলে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সেবার মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

স্বাগত বক্তব্যে সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত বলেন, একজন ব্যক্তি একটি প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়নে কীভাবে পরিবর্তন এনে দিতে পারেন তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চাঁদপুর-এর উপপরিচালক ডাঃ মোঃ ইলিয়াছ। তিনি পরিবার পরিকল্পনা বিভাগের আইকন। আর এ কারণেই তিনি জনপ্রশাসন পদকও পেয়েছেন। তিনি আরও বলেন, সনাক ও টিআইবির মূল লক্ষ্য হলো দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিনির্মাণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা। এছাড়াও তিনি স্বাস্থ্যখাতে সনাকের কার্যক্রমগুলো তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া বলেন, একজন আদর্শ নাগরিক হতে হলে আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে হবে। সেবাদাতা ও গ্রহীতাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকলে সেবার মান এমনিতেই বৃদ্ধি পাবে। একজন কর্মী নির্দিষ্ট সমেয়র পর অতিরিক্ত কাজ করলে তার অতিরিক্ত পারিশ্রমিক দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, উপ-পরিচালক মহোদয়ের কর্মদক্ষতার কারণেই তিনি জনপ্রশাসন পদক পেয়েছেন। তিনি সনাক-টিআইবির কার্যক্রমগুলোতে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহযোগিতা কামনা করেন।

সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডাঃ নাছির আহমদ, মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডাঃ শাহরিন আফরিন, চাঁদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তানভীরুল ইসলাম ও সনাকের সহ-সভাপতি জেসমিন আক্তার।

টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সনাকের সহ-সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী, সনাক সদস্য মোঃ আব্দুল মালেক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ফ্যাসিলিটেটর মোঃ সামছুল আলম ও সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়