প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ০০:০০
![আওয়ামী লীগ নেতা গোলাম হোসেনের গণসংযোগ](/assets/news_photos/2023/03/28/image-31217.jpg)
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের যৌথ মনোনয়নপ্রাপ্ত এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ মোঃ গোলাম হোসেন গোহট ইউনিয়নের তালতলী ও রহিমানগর বাজারে পথসভা ও গণসংযোগ করেছেন। শনিবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রহিমানগর বাজারের বিভিন্ন সড়কে গণসংযোগ ও কুশল বিনিময় শেষে রহিমানগর বাজারে ইফতার ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগদান করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ গোলাম হোসেন বলেন, আমি প্রায় ৮ বছর যাবত কচুয়ার উন্নয়নে সর্বস্তরের জনগণের কল্যাণে কাজ করে আসছি। মানুষের সুখণ্ডদুঃখে সাথে থেকে তাদের কল্যাণে কাজ করছি। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তাই আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, উপ-দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহরিয়ার শাহীন, আবদুস ছামাদ আজাদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ জনগণ তাঁর গণসংযোগে অংশগ্রহণ করেন।
একই দিন সকালে আলহাজ্ব গোলাম হোসেন হাশিমপুর স্বাধীনতা ভবনে কড়ইয়া, গোহট উত্তর, গোহট দক্ষিণ ও আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে মতবিনময় সভায় যোগদান করেন। তাছাড়া বিকেলে তালতলী শানে রিসালাত জামে মসজিদ প্রাঙ্গণে কোরআন তাফসীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।