প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের ১নং ওর্য়াডের গাজী বাড়িতে আগুনে পুড়ে যাওয়া স্থান পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ অন্য নেতৃবৃন্দ।
শনিবার (২৫ মার্চ) সকালে গাজী বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনপূর্বক ক্ষতিগ্রস্তকে আর্থিক সহযোগিতা করেন নেতৃবৃন্দ।
গত ২২ মার্চ বুধবার বিকেলে গাজী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ওই বাড়ির আনোয়ার গাজী এবং তার দুই পুত্রের ৩টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
বিএনপি নেতৃবৃন্দের পরিদর্শনকালে সদর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলম খান মঞ্জুর ব্যক্তিগত অর্থায়নে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর খান, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ নাজমুল, সাধারণ সম্পাদক শাহাদাত মিজি, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন কালু কাজী, সাধারণ সম্পাদক বাবর বেপারী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর সরদার, যুগ্ম আহ্বায়ক শাহীন ঢালী, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ জমাদার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।