প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ০০:০০
![বাঙালিকে দাবিয়ে রাখতেই ২৫ মার্চ নির্বিচারে গণহত্যা চালানোর নীল নকশা করে পাকহানাদার বাহিনী](/assets/news_photos/2023/03/28/image-31207.jpg)
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, বাঙালিকে দাবিয়ে রাখতেই ২৫ মার্চ নির্বিচারে গণহত্যা চালানোর নীল নকশা করে পাকহানাদার বাহিনী। তারা ভেবেছিল, কিছু মানুষকে হত্যা করে, এদেশের মানুষের মাঝে ভয় ঢুকিয়ে দিতে পারলেই সকল আন্দোলন-সংগ্রাম থেমে যাবে এবং তাদের উদ্দেশ্য সফল হবে। কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ঐক্যবদ্ধ বাঙালিকে এই নৃশংস হত্যাকাণ্ড স্বাধীনতা প্রাপ্তিতে আরো একধাপ এগিয়ে দিয়েছিল। সেই ২৫ মার্চের নৃশংস হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর থেকেই শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। ৯ মাসের যুদ্ধে আমরা পাক বাহিনী ও তাদের দোসরদের হারিয়ে বাংলাদেশ নামক স্বাধীন দেশ খুঁজে পাই। ২৫ মার্চের কালো রাত্রিতে আমাদের বীর বাঙালি যারা নিজেদের রক্ত দিয়ে স্বাধীনতার সূচনা করেছিল তাদের বিষয়ে নুতন প্রজন্মকে জানতে হবে। আমার সহপাঠী শহীদ আবু তাহের পাঠানের মতো আরো অনেক তরুণকে সেদিন রাতে প্রাণ দিতে হয়েছিল। সেই বিষয়ে জানতে হবে। তবেই আমাদের ইতিহাস সঠিকভাবে চলবে।
২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শনিবার সকালে ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
পৌরসভার হলরুমে নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাখাওয়াত হোসেন মিন্টুর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন, কাউন্সিলর জাহিদ হোসেন, সাজ্জাদ হোসেন টিটু, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আঃ সামাদ মিন্টু ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজীব মজুমদার। আলোচনা শেষে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মসজিদের মোয়াজ্জিন হাবিবুর রহমান মিলাদ ও দোয়া পরিচালনা করেন।